MLoad.Xyz
   
HomeNews২০২১ সাল ঘিরে ৫ ভবিষ্যৎবাণী, মহাপ্রলয়ের শঙ্কা

২০২১ সাল ঘিরে ৫ ভবিষ্যৎবাণী, মহাপ্রলয়ের শঙ্কা

শতকের এক পদার্থবিদ ও জ্যোতির্বিদের নাম নস্ত্রাদামুস, যিনি তার আশ্চর্য ভবিষ্যৎবাণীর জন্য আজও আলোচনায় আছেন।

তার লেখা ‘দি প্রফেসিস’ নামের এক ইংরেজি আছে। বইতে তিনি ভবিষ্যৎবাণী ১৬০০ করেছেন।

যার অনেক কী বলে গিয়েছিলেন তিনি।

২০২১ এ মানুষ জম্বি হয়ে উঠতে পারে!

আগে কখনও মুখোমুখি হয়নি। বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এই ১ ধ্বংসযজ্ঞ থেকে পুনরুদ্ধার২ পাবে না।

সম্পদের জন্য বিশ্বে লড়াই শুরু হবে।

এক্ষেত্রে ২০২০ সালে৩ করোনার ভাইরাসের মহামারীকে এর শুরু হিসাবে বিবেচনা করা ৪যেতেই পারে।

২০২১ এ ধূমকেতু টক্কর দিতে পারে: নস্ত্রাদামুসের সেই৫ ভবিষ্যৎ বই জানাচ্ছে, ধূমকেতু পৃথিবীতে আঘাত হানবে যা ভূমিকম্প এবং অনেক প্রাকৃতিক বিপর্যয়ের কারণ ঘটবে।

২০২১ এ করোনা কী খেল দেখাবে?

ঃ ২০২০ সালকে নস্ত্রাদামুস মহামারীর বছর হিসাবে বর্ণনা করেছিলেন। এমতাবস্থায় ২০২১ এ তার পূর্বাভাস উপেক্ষা করা যায় না।

২০২১ এর আগেই ব্রিটেনে করোনার ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়ার পরে, বিশ্বজুড়ে ঘুরে,উড়িয়ে দেয়া যায়না। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ভূমিকম্প ঘটার ইঙ্গিত রয়েছে।

যদিও বিজ্ঞানীরা এই ভবিষ্যদ্বাণীগুলিকে খুব বেশি গুরুত্ব দেন না, তবে যারা নস্ত্রাদামুসের বিষয়ে অনেক পড়াশোনা করেন.
4 months ago (March 24, 2021) 35 Views

Posted by (Administrator)

Need Login For Read And Write Comments

Related Posts

Read More Learn More And Share Your Knowledge
© 2020 MLoad.Xyz