HomeBlogs

G3LhfTBtMvFHYxgIZgURFDgedpR   সেরা ৮ টি বলিউড মুভি
2022-06-06
Apk

Download সেরা ৮ টি বলিউড মুভি


Additional Information
বলিউড মুভি আমরা প্রায় সবাই দেখি। আমি ও দেখি। আমার দেখা অনেকগুলো মুভি আছে যেগুলো শেয়ার না করলে কি হয়? আমি এখন বলব আমার দেখা টপ কিছু বলিউড মুভি

১. গ্যাংস অফ ওয়াসেপুর-Gangs of Wasseypur(2012)

সবথেকে বড় এক্সপেরিমেন্টাল প্রজেক্ট এই ছবিটা।হ্যা ঠিক শুনছেন। এই ছবিটিতে বলিউডের নতুন নতুন অভিনেতা নতুন হিরো নতুন গান এক কথায় সকল বস্তু মিলেমিশে একাকার করে পুরো পুরি নবসংসারের মতো করে দিয়ে ছিল। এখানে কার সাথে কার কি হয়, কিভাবে হয়, কেন এগুলো না হয় সাসপেন্ট রেখে দিলাম। দুই পবের এই বিশাল সিনেমাতে কোন বিখ্যাত অভিনেতার পরিচিত মুখ আপনি দেখবেন না। গ্যাংস অফ ওয়াসেপুর নতুন ইতিহাসে জন্ম দেন বলিউডের । কখনো না দেখে থাকলে অবশ্যই দেখে নিবেন।নিচে তার ডাউনলোড লিংক দেয়া আছে। click

২.লাগান-Lagaan(2001)

লাগান ছবিটি মুক্তি পায় 2001 সালে। আশুতোষ গোয়ারিকর ছবিটি পরিচালনা করেছিলেন এবং মূল চরিত্রে অভিনয় করে ছিলেন আমির খান। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট খেলা আর তা দিয়ে প্রতিবাদ করার অসাধারন গল্প হচ্ছে এই সিনেমা।এই ছবিটির অসাধারনতার কথা বলতে গেলে বলা যায় যে ছবিটি ২০০২ সালের আশ্কারের জন্য মননীত হয়েছিল। কিন্তু পরবতী কালে বসনিয়ার নো ম্যান্স ল্যান্ডের কাছে হেরে যায়। আর বিদেশের কথা বাদ দিলে ও এই ছবিতে অ্যাওয়াড পায় যে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। নিচে এই ছবির ডাউনলোড লিংক দেয়া হল click

৩.এমএস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি-MS Dhoni:The untold story(2016)

২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় মুলত ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক এম এস ধোনির বায়োগ্রাফিটি তুলে ধরা হয়েছে। ট্রেন স্টেশনের টিকিট কালেক্ট থেকে কিভাবে তিনি বিশ্বকাপ ট্রফির কালেক্টর হলেন সেটাই এই মুভির মুল উপজীবা। সিনেমা নীরজ পান্ডের পরিচালনায় ক্রিকেটার এম এস ধোনি চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। নিচে তার ডাউনলোড লিংক দেয়া হল। click

৪.বাহুবলী-Bahubali(2015)

ভারতবষে নিমিত সিনেমার কথা বলতে গেলে সেখানে বাহুবলি নাম থাকবে না তা আসলে সেইভাবে কল্পনা করা যায়না।দক্ষিনের এই সিনেমা ভ ভারতবষের ইতিহাসের বলতে গেলে নতুন সক্ষমতার উদাহারন হয়ে দাড়িয়েছে। জেনে অবাক হবেন যে , বাহুবলীর প্রথম পব হিন্দি ফিল্মের ইতিহাসের সংগ্রহে থাকা প্রথম সিনেমা। এর দ্বিতীয় আরো কিছু পব রয়েছে । যদি মনে হয় না কেউই দেখতে এখনো বাকি আছেন।আর যদি না দেখে থাকেন তাহল নিচের লিংকে গিয়ে দেখতে পারবেন। click

৫.থ্রি ইডিয়টস-3Idiots(2009)

মূল চরিত্রে অভিনয় করেছেন আমির খান। সাথে ছিলেন কারিনা কাপুর আর মাধবন শারমান জোশি। কাহিনী খুব বেশি অস্থির ভারতের শিক্ষা ব‍্যাবস্থ এবং জীবনের লক্ষ বা খেই হারিয়ে ফেলা ছাত্রদের নিজের জীবনের গল্প দিয়ে কাহিনীটা তৈরী। শিক্ষা জীবনে একবার হলেও ছাত্রদের এই মুভিটা দেখা উচিত। click

৬.পিকে-PK(2014)

2014 সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে ও অভিনয় করেছেন সকলের প্রিয় আমির খান। দারুন এক কল্পকাহিনির মাধ্যমে পৃথিবীতে তৎসময়ের মারতের ভন্ডধম ব্যবসায়ীদের ব্যবস্থা এবং পরিনতি অসাধারন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পদায় জুরিবোডের পুরস্কার সহ ভারতের সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও পিকে মুভির সফল্যটা একেবারে দেখার মত।সব সাধারনের প্রিয় সিনেমার লিষ্ট পিকে মুভিটা থাকবে না তা কি হয়। click

রং দে বাসন্তি-Rangde Basanti(2006)

**পুরো ভারতবষ জুড়ে তারুন্যের জয়বান শুরু হয় কখন জানেন?২০০৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমা ছিল তখনকার সময়ের সবচেয়ে বেশি দশক নন্দিত সিনেমা। কাহিনিটাও বেশ উপভোগ করার মতো, ছ জন বন্ধু তাদের ফারেনার বান্ধবীকে ভারতের স্বাধিকার আন্দেলনের উপর ডাকুমেন্টারি ফিল্ম বানাতে সাহায্য করে।এই মুভিতে দেখাও পাবেন তারুন্যের জয়গান। click

৮.শোলে-Shola(2001)

*সিনেমার নাম না রাখলে সেটা অবশ্য কখনোই পূনতা পায় না। আসলে বলিউড কিং অমিতাভ বচ্চনের এই সিনেমার মাধ্যমেই সারাবিশ্বে পরিচিত এবং প্রশংসিত হন।এক নিমিষেই সব শ্রেনীর কাছে প্রিয় হয়ে এঠেন তিনি এবং তার করা এই সিনেমা পছন্দের সিনেমা হিসেবে পরিচিত পায়। click

You may also like

Photo Mix2

 কিভাবে Waphosts.com এ সাইট খুলবেন?

  ➡️ Blogs


wp untitled 32488

 আপনারাও পড়ে ভয় পাবেন। আমার সাথে ঘটে যাওঢ়া ঘটনা।

  ➡️ Blogs


beautiful island 240x320

 নিয়ে নিন Https://Wapone.Cf এই সাইটের থিম।

  ➡️ Blogs


beautiful island 240x320  VLX894wMrsiu

 কবিতা চোরপুরুষ

  ➡️ Blogs


beautiful island 240x320  IV5rZDNuP2G0

 সততার কাজ করলে উপকার কি?

  ➡️ Blogs


1 Comment To “সেরা ৮ টি বলিউড মুভি”

  1. Md jiban

    Nice

Make A Comment

Download Your Favorite Games And Apps Free
© 2020 - 2022 Mload.Xyz